Take a fresh look at your lifestyle.

রোববার যশোরে টিকা নিলেন ৪৭ হাজার ৭৩৬ জন

0

প্রতিবেদক
রোববার যশোরে জেলায়  টিকা নিয়েছেন ৪৭ হাজার ৭৩৬ জন মানুষ। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার ৪৭৬ জন, দ্বিতীয় ডোজ ৩০ হাজার ৩১৫ জন ও বুস্টার ডোজ এক হাজার ৯৪৫ জন। এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, রোববার টিকা গ্রহীতাদের মধ্যে অভয়নগরে প্রথম ডোজ নিয়েছেন পাঁচ হাজার ৬৪৪জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৫৪ জন । বাঘারপাড়ায় প্রথম ডোজ নিয়েছেন ৮৭৭জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই হাজার ৭২ জন। চৌগাছায় প্রথম ডোজ নিয়েছেন ৫৪০ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই হাজার ৯০৫ জন। সদরে প্রথম ডোজ নিয়েছেন দুই হাজার ৪৭৫ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন হাজার ৩৩০ জন। ঝিকরগাছায় প্রথম ডোজ নিয়েছেন ৫৯৪ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন এক হাজার ৪৮৬ জন। কেশবপুরে প্রথম ডোজ নিয়েছেন তিন হাজার ২০৭ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন এক হাজার ৩৮৯ জন। মনিরামপুরে প্রথম ডোজ নিয়েছেন এক হাজার ১১৯ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন আট হাজার ৮৪৯ জন। আর শার্শায় প্রথম ডোজ নিয়েছেন এক হাজার ২০ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন নয় হাজার ৬৩০ জন।
শনিবার গণটিকার প্রথম দিনে জেলায় এক লাখ ৫৩ হাজার ৬৭২ জনকে টিকা দেয়া হয়েছে। এদের মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন এক লাখ ২৮ হাজার ৪৩৭ জন, দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ২২ হাজার ৯০৪ জন ও বুস্টার ডোজ নিয়েছেন দুই হাজার ৩৩১ জন। অর্থাৎ প্রথম দিন থেকে দ্বিতীয় দিনে প্রায় ৭০ শতাংশ কম টিকা দেয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.