Take a fresh look at your lifestyle.

কিয়েভের কাছে নতুন করে অবস্থান নিয়েছে রুশ সেনাবহর

0

সংবাদকক্ষ :

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস নতুন একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে রাশিয়ার দীর্ঘ সেনাবহর ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে নতুন করে অবস্থান নিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদন বলছে, কিয়েভে হামলার উদ্দেশে রুশ সেনাবহরে পুনরায় সেনা মোতায়েন করার দৃশ্য ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে। ম্যাক্সার টেকনোলজিস প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, আন্তনভ বিমানবন্দরের কাছাকাছি থাকা রুশ সেনাবহর কিয়েভের আশপাশে অবস্থান নিয়েছে। এ ছাড়া উত্তর দিকের সেনাবহর লুবিয়াঙ্কার কাছে কামান স্থাপন করেছে।

গতকাল বৃহস্পতিবার একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় কিয়েভের কাছাকাছি তিন মাইল সরে গেছে।

এর আগে মাক্সার জানিয়েছিল, রাশিয়ার স্থল বাহিনীর ৪০ মাইল লম্বা একটি বহর ট্যাংকসহ ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, বহরটি কিয়েভ থেকে এখন ১৯ মাইল দূরে আছে।

বাল্টিক সাগর অঞ্চলের নিরাপত্তা এবং প্রতিরক্ষাবিষয়ক সংস্থা বাল্টিক সিকিউরিটি ফাউন্ডেশনের জ্যেষ্ঠ প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্লেন গ্রান্ট গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম নিউজউইককে এক সাক্ষাৎকারে বলেছেন, ঠান্ডায় জমে মারা যেতে পারেন ইউক্রেনে থাকা রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সামরিক বহরের সেনারা। আগামী কয়েক দিনে ইউক্রেনের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা থাকায় এমন শঙ্কা তৈরি হয়েছে।

এদিকে একাধিক পশ্চিমা সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ মাইল দীর্ঘ সামরিক বহরটিতে যান্ত্রিক ত্রুটি এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.