Take a fresh look at your lifestyle.

চেলসির পরিচালকের পদ থেকে বহিষ্কার আব্রামোভিচ

0

সংবাদকক্ষ :

চেলসির পরিচালকের পদ থেকে রোমান আব্রামোভিচকে বহিষ্কার করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ(ইপিএল) কমিটি। চেলসির এই রুশ মালিককে দলের পরিচালক হিসেবে অযোগ্য ঘোষণা করেছে প্রিমিয়ার লিগ কতৃপক্ষ।

এক বিবৃতিতে প্রিমিয়ার লিগ কতৃপক্ষ জানিয়েছে, ‘ব্রিটিশ সরকারের নির্দেশ মেনে প্রিমিয়ার লিগ কমিটি রোমান আব্রামোভিচকে চেলসির পরিচালকের পদ থেকেও বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।’

প্রিমিয়ার লিগ কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্রিটিশ সরকার। ক্রীড়া এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছে, ‘আব্রামোভিচকে সরানোর এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে সরকার। চেলসিকে অন্য কোনো সংস্থার হাতে বিক্রি করার বিষয়টি সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ করবে বলে আগেই জানিয়ে দিয়েছে। সেই হিসেবে নিয়ম মেনে দরপত্র জমা দিতে হবে আগ্রহী সংস্থাগুলিকে।’

গত শনিবার প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্রদের ওপর নানারকম নিষেধাজ্ঞা আসতে শুরু করে। শোনা যায়, পুতিনের সঙ্গে বেশ ঘনিষ্ঠ আব্রামোভিচ। তিনি নিজে অবশ্য সবসময় বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.