Take a fresh look at your lifestyle.

পুলিশ কনস্টেবল নিয়োগ হবে শতভাগ স্বচ্ছ : এসপি

0

প্রতিবেদক :
আজ সোমবার (২৮ মার্চ) যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে লোক নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠানের লক্ষ্যে বিশেষ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।

নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে সভায় নিয়োগ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত অফিসাররা অংশ নেন।

ব্রিফিং-এর শুরুতেই পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রেরিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে লোক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত ভিডিও নিয়োগ ডিউটিতে নিয়োজিত উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রদর্শন করা হয়।

সভায় পুলিশ সুপার নিয়োগ ডিউটিতে নিয়োজিত সকলের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

একইসাথে তিনি নিয়োগ ডিউটিতে নিয়োজিত প্রতিটা টিমের সদস্যদের নিজ-নিজ দায়িত্ব সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রেরিত নির্দেশনাসমূহ বুঝিয়ে দেন।

তিনি বলেন, আগামীকালের (মঙ্গলবার) নিয়োগ প্রক্রিয়াটি হবে শতভাগ স্বচ্ছ। শুধুমাত্র মেধা, যোগ্যতার ভিত্তিতে লোক নিয়োগ দেয়া হবে। উপস্থিত প্রার্থীদের মধ্য থেকে যাচাই করে অধিকতর সেরাদের নিয়োগ প্রদান করা হবে।

মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন অনুষ্ঠান পরিচালনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.