Take a fresh look at your lifestyle.

খুলনায় অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ট্যাংকলরি শ্রমিকরা

0

সংবাদকক্ষ :

খুলনায় জ্বালানি সরবরাহ বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন ট্যাংকলরি শ্রমিকরা। এতে খুলনা ও বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে জ্বালানি সরবরাহ বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন ট্যাংকলরি শ্রমিকরা। এতে খুলনা ও বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে।

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৮টা থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা।

ট্যাংকলরি শ্রমিকরা জানান, সোমবার দুপুর ১২টার দিকে মহানগরীর কাশিপুর বাংলার মোড়ে আল আমিনের ওপর হামলা চালান সাত-আটজন সন্ত্রাসী। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারিরীক অবস্থা গুরুতর। এ ঘটনায় খালিশপুর থানায় মামলা করেছেন শ্রমিক নেতা আল আমিনের ভাই।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী বলেন, সকাল থেকে পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে তেল তোলা বন্ধ রয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চলবে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় দুজনের নামসহ ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন আল আমিনের ভাই জাহাঙ্গীর। এরই মধ্যে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.