Take a fresh look at your lifestyle.

ভারতে ৮ দিনে সাতবার বাড়ল পেট্রল-ডিজেলের দাম

0

সংবাদকক্ষ :

ভারতে গত ৮ দিনে সাতবার বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। সবশেষে দেশটিতে পেট্রলের দাম বেড়েছে লিটারে ৮৩ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ৭০ পয়সা।

এ দাম বৃদ্ধির ফলে ৮৩ পয়সা বেড়ে পেট্রল এখন লিটার ১০৯ টাকা ৬৮ পয়সায় বিক্রি হচ্ছে। ৭০ পয়সা বেড়ে ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৯৪ টাকা ৬২ পয়সায়।

ভারতে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা দীর্ঘদিন বন্ধ ছিল। তবে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হঠাৎ করেই শুরু হয়।

গত ২১ মার্চ মধ্যরাত থেকে জ্বালানির দাম বাড়তে শুরু করে। ঐদিন পেট্রলের দাম ছিল লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা এবং ডিজেলের দাম ছিল লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।

২০২১ সালের শেষের দিকে জ্বালানির দামের নাভিশ্বাসের মধ্যে দীপাবলির উপহার দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার কারণে প্রতি লিটার পেট্রলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। ফলে এক ধাক্কায় ভারতে পেট্রল-ডিজেলের দাম অনেকটা কমে যায়।

পরে জ্বালানির ওপর থেকে কর কমায় বিজেপিশাসিত রাজ্যগুলো। চাপে পড়ে কয়েকটি বিরোধীশাসিত রাজ্যও কর কমায়।

এতে এক ধাক্কায় আরো অনেকটা কমে দাম। যদিও সে সময় পশ্চিমবঙ্গ সরকার পেট্রল ও ডিজেলের ওপর থেকে কর কমায়নি।

Leave A Reply

Your email address will not be published.