Take a fresh look at your lifestyle.

অভয়নগরের ১১ শিক্ষার্থীর ডাক্তারি পড়ার সুযোগ

0

প্রতিনিধি, অভয়নগর :
অভয়নগরের ১১ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন। এ এলাকার ১১ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে উর্ত্তীণ হওয়ায় উপজেলায় আনন্দ চলছে। মেডিকেলে সুযোগ পাওয়া ১১ জন শিক্ষার্থীই ঐতিহ্যবাহী নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের স্বপ্ন ছিল একদিন ডাক্তার হয়ে দেশ সেবা ও মানুষের পাশে থাকবে। বাস্তবে তা পূর্ণ হতে চলেছে।

সেবার প্রত্যয় নিয়ে গত ১ এপ্রিল বিভিন্ন মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলেন : জান্নাতুল ফেরদাউস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, রুবাইয়াত রহমান রুবা যশোর মেডিকেল কলেজ হাসপাতাল, ফাহারিয়া আনঞ্জুম সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, মুশফিকুর রহমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, আসিফ ইকবাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, রমিজ মুস্তাকীন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, সজীব আহমেদ গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, জি এম জুবায়ের হোসেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ফাহিমা মাহজাবিন মার্জিয়া ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, পূর্ণেন্দু বিশ্বাস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং এস এম আবিদ হাসান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেছেন।

জান্নাতুল ফেরদাউস বলেন, আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চান্স পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১১ জনের স্বপ্ন পূরণ ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান সহ শিক্ষার্থীদের অভিভাবকরা। নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান জানান, এ উপজেলার মধ্যে আমাদের শিক্ষার্থীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের স্বপ্ন পূরণ ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা করছি।

Leave A Reply

Your email address will not be published.