Take a fresh look at your lifestyle.

ঐতিহাসিক মুজিবনগর দিবসে যশোরে জেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল

0

প্রতিবেদক :
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেছেন, বঙ্গবন্ধুর নির্দেশে মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে। তাই এর গুরুত্ব অনেক বেশি। তবে পরিতাপের বিষয় হলো, বিএনপি-জামায়াতসহ অনেকেই মুজিবনগর সরকারের শপথের এই দিনটি পালন করেনা। শুধুমাত্র আওয়ামী লীগ প্রতিবছর এই দিনটি নানা আনুষ্ঠানিকতায় পালন করে। বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতে হলে মুজিবনগর সরকারকে বিশ্বাস করতে হবে।

আজ রোববার (১৭ এপ্রিল) বিকালে যশোর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের আয়োজনে তিনি আরও বলেন, বিএনপি বলছে বাংলাদেশ শ্রীলংকা আফগানিস্তান, পাকিস্তান হয়ে যাবে। বাস্তবতা হলো বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। এখানে শ্রীলংকা বা আফগানিস্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই এসব কুচক্রীদের জবাব দিতে আমাদের প্রস্তুত থাকতে হবে। জেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। তিনি বলেন, বঙ্গবন্ধুর শাসনমলের পর কেবল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের শাসনামলেই দেশ ভালো থাকে, ভালো আছে। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, পঁচাত্তর পরবর্তীকালে শেখ হাসিনার আমল ছাড়া অন্য কারও আমলে দেশ এত ভালো ছিল না। শেখ হাসিনার আমলে বাংলাদেশ অনেক ভালো রয়েছে। সেটা বহিবিশ্বের দিকে তাকালে বুঝা যায়। তাই আমাদের বারবার ক্ষমতায় থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ কখনও পরাজিত হবে না।

যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ বিপুর পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম নিয়ামত উল্লাহ, যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাজাদ জাহান দিহান।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সী মহিউদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউর হাসান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এ এস এম আশিফুদ্দৌলা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এম এ বাসার, জেলা মহিলা আওয়ামী লীগের সাদারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি, সদর উপজেলা যুব মহিলা লীগনেত্রী শেখ সাদিয়া মৌরিন, জেলা ছাত্রলীগের সহসভাপতি ইয়াসিন আরাফাত তরুণ, মো, রাজু রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান হৃদয়, মাসুদ হাসান কৌশিক, সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়, ছাত্রলীগনেত্রী সোনিয়া সুলতানা মিরাসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.