Take a fresh look at your lifestyle.

চৌগাছায় ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন

0

প্রতিবেদক :
যশোরের চৌগাছায় ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে। ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে কার্ডধারী প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) চৌগাছা সদর ইউনিয়ন পরিষদে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।

চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি সহিদুল ইসলাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য জালাল উদ্দিন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ, দপ্তর সম্পাদক হাশেম আলী, উপজেলা ছাত্রলীগ নেতা হাসান রেজা, সৌরভ রহমান বিপুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন একইসাথে উপজেলা ১১ ইউনিয়ন ও চৌগাছা পৌরসভায় ভিজিএফএর চাল বিতরণ শুরু হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসেন জানান, ঈদ উল ফিতরে চৌগাছার ১১ ইউনিয়নে ১২ হাজার ৪৩৯ জনের এবং চৌগাছা পৌরসভায় ৩ হাজার ৮১ পরিবারে এই চাল বিতরণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.