Take a fresh look at your lifestyle.

ভারতে যাওয়ার সময় বেনাপোলে ভুয়া গোয়েন্দা কর্মকর্তা আটক

0

প্রতিনিধি, বেনাপোল :
গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে পাসপোর্টধারী আরিফুল ইসলাম (৩০) নামে একব্যক্তিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আটক আরিফুল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরালিদহা গ্রামের খান আবু জাহিদের ছেলে। তার পাসপোর্ট নং- বিটি ০৬৯৮৬৪৪।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি রাজু আহম্মেদ জানান, আজ রবিবার (১৫ মে) আরিফুল ইসলাম নামে একব্যক্তি নিজেকে এনএসআই-এর ঢাকাস্থ সেগুনবাগিচার ফিল্ড অফিসার পরিচয় দিয়ে ভারতে যাবার কথা বলেন। এসময় তার গতিবিধি সন্দেহজনক হলে ওসি রাজু তাকে এনএসআই অফিসের জিও লেটার দেখাতে বললে তিনি তা দেখাতে পারেননি।

বেনাপোলে কর্মরত এনএসআই-এর বেনাপোল ইনচার্জ সহকারি পরিচালক ফরহাদ হোসেনের উপস্থিতিতে তার সাথে কথা বললে তিনি অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলতে থাকায় তাকে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে একটি কার্ড ও ভারতের ভিসাসহ একটি পাসপোর্ট পাওয়া যায়। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.