Take a fresh look at your lifestyle.

যশোরে দুর্যোগে জরুরি সাড়াদান পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

0

প্রতিবেদক :
যশোরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ২০১৯ অবহিতকরণে দুর্যোগে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মে) যশোর সার্কিট হাউসে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও যশোর জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) এ কে এম ইদ্রীস আলী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান।

প্রধান অতিথির বক্তৃতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে। সমন্বিতভাবে দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি, চলাকালীন সময়ে করণীয় এবং দুর্যোগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারলে দুর্যোগের ঝুঁকি হ্রাস করা সম্ভব।

অনুষ্ঠানে বক্তৃতা করেন মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম আযম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরীন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবীব পারভেজ।

কর্মশালায় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.