Take a fresh look at your lifestyle.

বন্ধনে ১৯ জন খুলনায়, কলকাতার গেল ৪৫ জন

0

প্রতিবেদক :

খুলনা-কলকাতা রুটে চালু হয়েছে ট্রেন ‘বন্ধন’ এক্সপ্রেস। আজ রোববার  (২৯ মে) সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা থেকে ১৯ যাত্রী নিয়ে ট্রেনটি দুপুর ১২টা ৫০ মিনিটে পৌঁছায় খুলনায়। বেলা দেড়টায় খুলনা থেকে ৪৫ যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হয় ট্রেনটি। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এটি কলকাতায় পৌঁছায়।

ট্রেনটি চালু হওয়ায় পাসপোর্ট যাত্রীদের স্বস্তি ফিরিয়ে।

করোনার প্রকোপ শুরু হওয়ার পর ২০২০ সালের ১৫ মার্চ খুলনা-কলকাতা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খুলনা রেলস্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ‘রোববার থেকে চালু হওয়ায় ট্রেনটিতে যাত্রীসংখ্যা কম। পরবর্তীতে যাত্রীর সংখ্যা বাড়বে।’

তিনি বলেন, ‘প্রতি সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার এই দুই দিন খুলনা-কলকাতা রুটে ট্রেন চলবে। ট্রেনটিতে যাত্রীবাহী বগি থাকবে আটটি এবং পাওয়ার কার থাকবে দুটি।

‘ট্রেনের ৪৫৬ আসনের মধ্যে ৩১২টি এসি চেয়ার ও ১৪৪টি প্রথম শ্রেণির আসন রয়েছে। এসি চেয়ারের মূল্য ১ হাজার ৫৩৫ টাকা এবং এসি কেবিনের জন্য খরচ হবে ২ হাজার ৫৫ টাকা। টিকিটের সঙ্গে ভ্রমণ কর যুক্ত থাকবে।’

স্টেশন মাস্টার মানিক বলেন, ‘কাউন্টার থেকে এই রুটে চলাচলকারী ট্রেনের টিকিট পাওয়া যাবে। অনলাইনে কোনো টিকিট বিক্রি হবে না। শুধু ভারতীয় দূতাবাস থেকে ভিসা গ্রহণকারীরা পাসপোর্ট দেখিয়ে এই টিকিট কিনতে পারবেন।’

 

Leave A Reply

Your email address will not be published.