Take a fresh look at your lifestyle.

যশোরের ডায়াগনোস্টিক সেন্টারকে জরিমানা ও সতর্ক

বর্জ্য ব্যবস্থাপনা ঠিক না থাকা ও স্বাস্থ্যবিধি মানা হয়নি

0

প্রতিবেদক :

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক চলমান অভিযানের অংশ হিসাবে যশোর সিভিল সার্জন অফিস ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে  শহরের ঘোপ সেন্ট্রাল রোডের লাইফ কেয়ার ডায়াগনোস্টিক সেন্টার, গ্রীণহার্ট ডায়াগনোস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টার এবং বটতলা রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক না থাকা ও স্বাস্থ্যবিধি না মানায় লাইফকেয়ার ডায়াগনোস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা ও মৌখিকভাবে সতর্ক করা হয়। গ্রীণহার্ট ডায়াগনোস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারের বর্জ্য ব্যস্থাপনা ঠিক না থাকায় মৌখিকভাবে সতর্ক করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পঁচাবাসি খাবার রাখার অপরাধে বটতলা রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।

অভিযানে  মেডিকেল অফিসার ডা. এ. এন. এম. নাসিম ফেরদৌস ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব অংশ নেন।

Leave A Reply

Your email address will not be published.