Take a fresh look at your lifestyle.

বঙ্গবন্ধু ম্যুরালে যশোর পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি

0

প্রতিবেদক :
আজ মঙ্গলবার (৩১ মে) যশোর শহরের বকুলতলার বঙ্গবন্ধু ম্যুরালে যশোর পৌর আওয়ামী লীগের সদ্য পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধা জানিয়েছেন। পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুর নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। এদিকে, পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির সকল স্তরের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক।

শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি দেলোয়ার হোসেন, আলাউদ্দিন, আজিজুল হক, ফয়জুল কবীর কচি, জাহাঙ্গীর আলম বাবলু, রবিউল ইসলাম, বাবলু কুমার নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শহিদুল হক শাহীন, এস এম ইউছুফ শাহিদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব সরকার লাল্টু, কৃষি বিষয়ক সম্পাদক সেলিম কবির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান বাদল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন বাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তৌহিদুজ্জামান ওয়াসেল, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারাজী আশিকুল ইসলাম বাঁধন, শ্রম বিষয়ক সম্পাদক আলী হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজীব প্রমুখ।

এদিকে, পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির সকল স্তরের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক। বিবৃতিদাতারা হলেন : ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলি খান, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি ইমাম হাসান বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক কবিরুল আলম, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান নান্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মুকুল, ৯ নম্বার ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি সরদার ওলিয়ার রহমান।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৬ নভেম্বর যশোরের ঈদগাহ মাঠে যশোর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে শাখার নেতা নির্বাচন সম্পন্ন হয়। এতে পৌর শাখার সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ এবং সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু।

কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক গত ২৭ ফেব্রুয়ারি পৌর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি লিখিতভাবে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের কাছে জমা দেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক বরাবর প্রেরণ করেন। সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলনে নির্বাচিত সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু স্বাক্ষরিত ৭১ সদস্যের এই কমিটি সোমবার প্রকাশ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.