Take a fresh look at your lifestyle.

গাইতে গাইতে চলে গেলেন কেকে

0

সংবাদকক্ষ :

গান গাইতে কলকাতায় এসেছিলেন বিখ্যাত সংগীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ। কেকে নামেই সবাই চেনে তাঁকে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার গুরুদাস কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন কেকে। নজরুল মঞ্চে চলছিল তাঁর কনসার্ট। গাইতে গাইতে অসুস্থ বোধ করছিলেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

কলকাতার সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে, কনসার্টে গাইতে নজরুল মঞ্চে এসেছিলেন। মঞ্চে উঠেছিলেন। চুটিয়ে গানও করেছেন কেকে। তাঁর যেমন স্বভাব, সেভাবেই উচ্ছ্বলতায় দর্শকদের মাতিয়ে, সাড়ে আটটার দিকে অনুষ্ঠান শেষ করে হোটেলে ফিরে গিয়েছিলেন। এরপরই ছন্দপতন। যে হোটেলে তিনি ছিলেন, সেখানেই নাকি সিঁড়ি থেকে পড়ে যান। দ্রুত তাঁকে আলিপুরের সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘড়িতে তখন বাংলাদেশ সময় রাত ১০টা।

চিকিৎসকদের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু তাঁর। আকস্মিক মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.