Take a fresh look at your lifestyle.

যশোরে নকল ইঞ্জিন অয়েল বিক্রি, জরিমানা

0

প্রতিবেদক :
অনুমোদনহীন নকল ইঞ্জিন অয়েল বিক্রির অভিযোগে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা আজ বুধবার (১ জুন) যশোর শহরের রবীন্দ্রনাথ সড়কের দুটি দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

র‌্যাব জানিয়েছে, তারা গোপন সূত্রে জানতে পারে রবীন্দ্রনাথ সড়কের বেশ কয়েকটি দোকানে অনুমোদনহীন ইঞ্জিন অয়েল বোতলজাত, সংরক্ষণ ও বিক্রি হচ্ছে। বুধবার বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ওই রোডের অনি অটোমোবাইলের মালিক তরিকুল ইসলাম (৪৬) এবং শিহাব এন্টারপ্রাইজের মালিক হামজা হোসেনের (১৮) দোকানে অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন ও নকল ইঞ্জিন অয়েল তাদের দোকান থেকে উদ্ধার করা হয়।

র‌্যাবের সহযোগিতায় বিএসটিআই এর কর্মকর্তা এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত মোবাইল টিম দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একইসাথে অনুমোদনহীন ইঞ্জিন অয়েল জব্দ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.