Take a fresh look at your lifestyle.

মেহেরপুরে অভিবাসন বিষয়ে সেমিনার

0

প্রতিনিধি, মেহেরপুর :
মেহেরপুরে উন্নয়নের জন্য নিরাপদ নিয়মিত নৈতিক ও দায়িত্বশীল অভিবাসন, বিদেশগামী এবং কর্মীদের বীমা সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুন) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুস সালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, এনএসআই-এর উপ-পরিচালক এমদাদুল হক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ মো. আরিফ হোসেন তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক জাহিদ হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সংস্কৃতিকর্মী শাশ্বত নিপ্পন চক্রবর্ত্তী প্রমুখ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মেহেরপুর জেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।

Leave A Reply

Your email address will not be published.