Take a fresh look at your lifestyle.

শুভ জন্মদিন অন্তরা চৌধুরী

0

বাবলু ভট্টাচার্য :

প্রখ্যাত সুরকার ও গীতিকার সলিল চৌধুরী এবং কন্ঠশিল্পী সবিতা চৌধুরীর সুযোগ্য কন্যা অন্তরা চৌধুরী।

মাত্র সাত বছর বয়সেই অন্তরা গান গাইতে শুরু করেন। সঙ্গীতশিল্পী বাবা সলিল চৌধুরীর কাছই তার গান শেখার হাতেখড়ি হয়। এরপর সাবু যোশীর কাছে তিনি ঠু্মরী এবং গজল বিষয়ে শিক্ষা নেন।

বিদ্যালয়ে থাকাকালীন বুলবুল পাখি, খুখুমনি গো, সোনা ব্যাঙ ইত্যাদি জনপ্রিয় গানে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করে পরিচিতি লাভ করেন তিনি।

১৯৭৬ সালে বাবা সলিল চৌধুরীর কথা এবং সুরে তার প্রথম একক অ্যালবাম বেঙ্গলি নার্সারি সঙস্‌ বের হয়।

তিনি কলকাতার গোখলে মেমোরিয়াল স্কুল এবং মুম্বইয়ের ভিলা তেরেসা হাই স্কুল থেকে বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করেন। এরপর গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে উচ্চতর শিক্ষা সম্পন্ন করার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেঙ্গল মিউজিক কলেজে পড়াশোনা করেন।

অন্তরা চৌধুরী বাংলা, হিন্দি, তামিল এবং মালায়ালাম সহ বিভিন্ন ভারতীয় ভাষায় গান গেয়েছেন। তার বেঙ্গলি নার্সারি সঙস্‌ (১৯৭৬) বাঙালি শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

পাশাপাশি প্লে-ব্যাক শিল্পী হিসেবে ‘অন্তহীন’ (২০০৯), ‘মনের মানুষ’ (২০১০) ইত্যাদি বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন।

অন্তরা চৌধুরী ১৯৭০ সালের আজকের দিনে (২ জুন) মুম্বাইতে় জন্মগ্রহণ করেন।

লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্ব

Leave A Reply

Your email address will not be published.