Take a fresh look at your lifestyle.

শুভ জন্মদিন সমু চৌধুরী

0

বাবলু ভট্টাচার্য :

নব্বইয়ের দশকের টিভি নাটকের প্রিয়মুখ সমু চৌধুরী।

ছাত্রজীবনে যুক্ত হন যশোর উদীচী শিল্পী গোষ্ঠীর সঙ্গে। টানা দশ বছর যশোর উদীচী’র হয়ে পথনাটক, মঞ্চনাটক, গণসংগীত করেছেন। পরবর্তীতে ঢাকা উদীচী, ঢাকা থিয়েটার, নাগরিক নাট্যসম্প্রদায়-এর সঙ্গে যুক্ত হন।

১৯৯০ সালে আতিকুল হক চৌধুরীর ‘সমৃদ্ধ অসীম’ নাটকের মধ্য দিয়ে টিভি নাটকে যাত্রা শুরু করেন। এরপর একে একে ‘জন্মভূমি’, ‘সাত পৌরে কাব্য’, ‘এই সময়ের গল্প’, ‘জিনের বাদশা’, ‘সোনালী রোদ্দুর’, ‘এবং আমি’, ‘সবুজের হলুদ ব্যাধি’, ‘দূরের আকাশ’সহ বেশ কিছু নাটকে অভিনয়ের মধ্য দিয়ে জায়গা করে নেন জনপ্রিয় অভিনেতার তালিকায়।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সমু চৌধুরী। ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধু’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেন।

সমু চৌধুরী ১৯৬৪ সালের আজকের দিনে (৮ জুন) যশোরে জন্মগ্রহণ করেন।
লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্ব

Leave A Reply

Your email address will not be published.