Take a fresh look at your lifestyle.

বিশ্ব বাবা দিবস উদযাপনে যশোরে প্রস্তুতিসভা

0

প্রতিবেদক :

১৯ জুন ২০২২ রোববার ‘বিশ্ব বাবা দিবস’ উদযাপনকে সামনে রেখে আজ সোমবার (১৩ জুন) সন্ধ্যায় বিশ্ব বাবা দিবস উদযাপন পর্ষদের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বিবর্তন যশোরের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ব বাবা দিবস উদযাপন পর্ষদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু। স্বাগত বক্তব্য দেন ও এ দিবস উদযাপনে সার্বিক বিষয় উপস্থাপনা করেন যশোরে বাবা দিবস উদযাপনের উদ্যোক্তা সংস্কৃতিকর্মী ও সাংবাদিক প্রণব দাস।

যশোরে সপ্তমবারের মতো অনুষ্ঠিতব্য বাবা দিবসের আয়োজনকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুণ অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, যশোর কলেজের অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল, আইডিইবি যশোরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক সাজেদ রহমান, প্রথম আলো বন্ধুসভা যশোরের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মঞ্জু, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান, সাধারণ সম্পাদক দীপংকর বিশ্বাস, মো. আতিকুজ্জামান রনি, চারুপীঠ যশোরের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, স্পন্দন যশোরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক শিশুতোষ লেখক হাবিবুর রহমান মিলন, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মুনির, সাজ্জাদুল কবীর মিটন, পরাগ রহমান, কলামিস্ট ও কবি মাহমুদা রিনি, স্বচ্ছ আর্ট স্কুলের পরিচালক কাজী ইসরাত শাহেদ টিপ, প্রদীপ কুমার ঘোষ, অনুমপ দাস, বিদ্যুৎ দে, আলেয়া আক্তার প্রেমা, বিজন চৌধুরী প্রমুখ।

সভায় আমিরুল ইসলাম রন্টুকে আহ্বায়ক ও প্রণব দাসকে সদস্য সচিব এবং উপস্থিতসহ সকল সাংস্কৃতিক সংগঠনের একজন প্রতিনিধিকে সদস্য করে বিশ্ব বাবা দিবস উদযাপন পর্ষদ ২০২২ এর কমিটি গঠন করা হয়।

একইসঙ্গে বিশ্ব বাবা দিবস উদযাপন উপলক্ষে যশোরে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ জুন (শুক্রবার) বিকেল চারটায় শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ‘অনুভূতিতে বাবা’ শীর্ষক শিশুদের (দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত) ছবি আঁকা প্রতিযোগিতা।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১৯ জুন (রোববার) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে বাবা ও সন্তানের সমাবেশ, আলোচনা, সংবর্ধনা ও সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

Leave A Reply

Your email address will not be published.