Take a fresh look at your lifestyle.

যশোরে ট্রাকভর্তি জেলি দেয়া চিংড়ি জব্দ

0

প্রতিবেদক :
র‌্যাব সদস্যরা যশোরে ট্রাকভর্তি জেলি দেয়া চিংড়ি মাছ উদ্ধার করেছে। মাছের মালিকের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া গ্রামে। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চিংড়ি মাছের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত মাছ ধ্বংস করা হয়েছে।

র‌্যাবের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, বৃহস্পতিবার (২৩ জুন) ভোররাতে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকায় একটি ট্রাকভর্তি চিংড়ি মাছ জব্দ করা হয়। চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার সত্যতা পাওয়া যায়। মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন ২০২০ এর ৩১ ধারা লংঘন করার অপরাধে যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ চিংড়ি মাছের মালিক মো. হোসাঈন সরদারকে (৩৪) ৩০ হাজার টাকা জরিমানা করেন। একইসাথে মাছগুলো জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় র‌্যাবের স্কোয়াড কমান্ডার, এএসপি এইচ. এম শফিকুর রহমান, জেলা মৎস্য অফিসার ফিরোজ আলম উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.