Take a fresh look at your lifestyle.

শিক্ষককে লাঞ্ছনা ও হত্যা, জড়িতদের শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন

0

প্রতিবেদক :

নড়াইলে অধ্যক্ষ স্বপন বিশ্বাসকে লাঞ্ছিতের এবং আশুলিয়ার শিক্ষক উৎপল সরকারকে হত্যাসহ সারাদেশে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের বিরুদ্ধে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা, সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল শহরের চিত্রামোড়ে এ কর্মসূচি পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন।
সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যশোর সংবাদ পত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. অশোক কুমার রায়, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল, কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত বিশ্বাস পল্টু, সাইদা বানু শিল্পী, শ্রমিক নেতা ২২৭ যশোরের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, সাবেক ছাত্রনেতাদ বাপ্পাদিত্য বসু।

বক্তব্য রাখেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দুলাল সমাদ্দার, বর্তমান সভাপতি দেবেন ভাস্কর, সাধারণ সম্পাদক রবিন কুমার পাল, বকচর লক্ষ্মী নারায়ন মন্দিরের সাধারণ সম্পাদক উৎপল কুমার ঘোষ, মুরলী জোড়া শিব মন্দিরের সাধারণ সম্পাদক সঞ্জয় জোয়ার্দার প্রমুখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.