Take a fresh look at your lifestyle.

নাইজেরিয়ায় অস্ত্রধারীদের হামলায় ৩০ জন সেনাসদস্য নিহত

0

সংবাদকক্ষ :

নাইজেরিয়ায় অস্ত্রধারীদের হামলায় অন্তত ৩০ জন সেনাসদস্য নিহত হয়েছেন। সে দেশের নাইজার প্রদেশের শিরোরো এলাকায় একটি খনিতে বন্দুকধারীদের হামলায় তারা প্রাণ হারান। তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার নাইজেরিয়ার নাইজার প্রদেশের শিরোরো এলাকার ওই খনিতে হামলার পর অপহরণের শিকার শ্রমিকদের খোঁজে সেখানে সেনা মোতায়েন করা হয়েছিল।

নিখোঁজদের মধ্যে চারজন চীনের নাগরিকও ছিলেন। পরে সেখানেই সেনাসদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।
নাইজারের রাষ্ট্রীয় নিরাপত্তা কমিশনার ইমানুয়েল ওমর হামলার পর প্রাথমিকভাবে বলেন, আজতা আবোকি গ্রামের ওই খনিতে হামলার ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।

গতকাল শনিবার নাইজার প্রদেশের রাজধানী শিরোরো এবং মিন্নাতের দু’টি সেনা সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনী আক্রমণের জবাব দিতে সেখানে গেলে বন্দুকধারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এছাড়া হামলা চালিয়ে তিনটি ট্রাকে থাকা ৩০ জন সৈন্যকে হত্যা করে তারা।

শিরোরোর সেনা ঘাঁটির এক সৈনিক বলেছেন, আমাদের সেনাদের হারানো হৃদয়বিদারক, তারা শক্তিবৃদ্ধির জন্য সেখানে গিয়েছিল। এটি আমাদের ব্যথিত করলেও আমরা হাল ছাড়ব না।
সূত্র: রয়টার্স।

Leave A Reply

Your email address will not be published.