Take a fresh look at your lifestyle.

শিক্ষক হত্যা ও নিপীড়নের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

0

সংবাদকক্ষ

সারাদেশে উগ্র সাম্প্রদায়িক শক্তি দ্বারা শিক্ষক হত্যা ও নিপীড়নের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংস্কৃতিক সংগঠনগুলো। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের উদ্যোগে সোমবার বিকেলে শহরের ভৈরব চত্বরে এ কর্মসূচি পালিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি সুকুমার দাসের সভাপতিত্বে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের তিন শতাধিক শিল্পীরা অংশ নেয়। সমাবেশে বক্তব্য দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশীদ, যশোর সাংবাদিক ইউনিয়ন সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, যশোর শিল্পকলা একাডেমি নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, উদীচী যশোরের সহসভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ যশোরের সভাপতি শ্রাবণী সুর, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, ছাত্রের হাতে শিক্ষক হত্যার ঘটনা আমাদের সমাজের অবক্ষয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই ঘটনার আড়ালে কারো মদদ আছে কি না সেটি খতিয়ে দেখতে হবে। একই সাথে আমাদের নতুন প্রজন্মকে ধর্মান্ধতা থেকে বের করে পরমত সহিষ্ণু, অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তা-ধারায় উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা আদর্শ জীবন গঠনসহ দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারে। এক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবাইকে ভ‚মিকা রাখতে হবে। মানবন্ধনে নড়াইলে পুলিশের সামনে শিক্ষক নির্যাতনের ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। সমাবেশ শেষে নেতৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

জেএইচ 

 

Leave A Reply

Your email address will not be published.