Take a fresh look at your lifestyle.

প্রাক-খুতবায় সমাজিক সমস্যা নিরসনে ইস্যুভিত্তিক বক্তব্য রাখতে হবে

শার্শায় ইফার কর্মশালায় বক্তারা

0

প্রতিবেদক :
বাংলাদেশে গুজব ও সমাজিক নানা সমস্যা বিদ্যমান। এসব সমস্যা নিরসনে আলেম-ওলামা, খতিব ও ইমামদের কাজ করতে হবে।

আজ বুধবার (৬ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের শার্শা উপজেলার উদ্যোগে মসজিদের ইমাম খতিব ও আলেম-ওলামাদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন নিয়ে উপজেলা মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, এই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের হাজার বছরের ঐতিহ্য। যেকোনো সময়েই আমরা এর ধারাবাহিকতা বজায় রেখে চলেছি। কোনোভাবেই একে নষ্ট হতে দেয়া যাবে না।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম, সহকারী কমিশনার-ভূমি ফারজানা ইসলাম, তথ্য কর্মকর্তা এলিন সাঈদ-উর রহমান প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় শার্শা উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লা থেকে বিপুলসংখ্যক ইমাম, খতিব ও আলেম ওলামা অংশগ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.