Take a fresh look at your lifestyle.

যশোরে র‌্যাবের অভিযানে ৪৯০ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

0

প্রতিবেদক :
আজ মঙ্গলবার (১২ জুলাই) র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল ৪৯০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে।

র‌্যাব জানায়, ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে তিনজন মাদক ব্যবসায়ীর চৌগাছা হতে যশোর শহরের দিকে আসার গোপন সংবাদ জানতে পারে। চুড়ামনকাঠির জনৈক শহিদুল ইসলামের ইটভাটার উত্তরপাশে র‌্যাব অস্থায়ী চেকপোস্ট বসায়। দুপুর আড়াইটার দিকে একটি প্রাইভেটকারকে চেক করার উদ্দেশ্যে এগিয়ে গেলে আসামীরা গাড়ি থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টা চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়। তারা হলেন : চৌগাছার ফুলসারা এলাকার মো. মিজানুর দফাদারের ছেলে মো. তরিকুল ইসলাম (২৮), একই উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আতুর আলীর ছেলে মো. ফারুক আহম্মেদ (৩৬) এবং প্রাইভেটকার চালক দিগুরা গ্রামের মো. মোস্তফা কামালের ছেলে মো. রায়হান হোসেন (২৮)। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে ৪৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক তিনজন, ছবি : কপোতাক্ষ

উদ্ধারকৃত আলামতসহ আসামীদের যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয় এবং ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৪(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।

Leave A Reply

Your email address will not be published.