Take a fresh look at your lifestyle.

যুবদলনেতা হত্যার রহস্য উদঘাটনের দাবি যশোর পুলিশের

৮ জনের নামে মামলা, এজাহারভুক্ত আসামি আল আমিন আটক

0

প্রতিবেদক :
প্রকাশ্য দিবালোকে যশোরে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধোনী হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও একাধিক এজাহারভুক্ত আসামিকে আটক করেছেন দাবি জেলা পুলিশের। আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার তার নিজ কার্যালয়ে যুবদলনেতা হত্যার রহস্য উদঘাটন নিয়ে প্রেস বিফ্রিং করবেন বলে জানানো হয়েছে।

এদিকে যুবদল নেতা বদিউজ্জামান ধনি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আল আমিন ওরফে চোর আল আমিনকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। আল আমিন শহরের টিবি ক্লিনিক এলাকার রইস উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. এম নাজিউর রহমান। তিনি আরও জানিয়েছেন, বৃহস্পতিবার (১৪ জুলাই) আল আমিনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে বুধবার রাতে যুবদলনেতা ধনিকে কুপিয়ে হত্যার ঘটনায় ৮ জনের নামে মামলা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। কোতয়ালী থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই মনিরুজ্জামান মণি। আসামিরা হলেন : শহরের বেজপাড়া টিবি ক্লিনিক ফুড গোডাউনের সামনে আশ্রম রোডের আব্দুল আলীমের ছেলে আকাশ (২৫), মোহাম্মদ ফরিদের ছেলে রায়হান (২৪), শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের মৃত আব্দুর রশিদের ছেলে ও যশোর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমেদ মানুয়া (৪৮), টিবি ক্লিনিক ফুড গোডাউনের পাশের মিরাজুল বিশ্বাসের ছেলে মন্টু ওরফে অপূর্ব ওরফে আলী রাজ (২২), টিবি ক্লিনিক এলাকার রইস উদ্দিনের ছেলে আল আমিন ওরফে চোর আল আমিন (২৫), আফসারের ছেলে মিলন (২৪), শংকরপুর হারান কলোনীর উত্তর পাশের বাবু মীরের ছেলে ইছা মীর (২০) এবং চোপদারপাড়া রোডের মৃত হুজুর ইয়াসিনের বাড়ির পাশের লাভলুর ছেলে রিজভী (২৬)।

প্রসঙ্গত, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের কাছে নিজ বাড়ির সামনে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধোনীকে (৫২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।বুধবার দুপুরে শহরের বেজপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.