Take a fresh look at your lifestyle.

শ্রীলংকার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে

0

সংবাদকক্ষ :

শ্রীলংকার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। শুক্রবার (১৫ জুলাই) দুপুরে দেশটির প্রধান বিচারপতি জয়ন্ত জয়াসুরিয়া তাকে শপথবাক্য পাঠ করান।

এর আগে সকালে এক বিবৃতিতে দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেছেন, “আগামী ৭ দিনের মধ্যে নতুন একজন প্রেসিডেন্ট পাবে শ্রীলংকা।”

দেশটিতে চলমান গণবিক্ষোভের মুখে (১৪ জুলাই) পদত্যাগ করেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তার স্থলাভিষিক্ত হলেন রনিল বিক্রমাসিংহে।

চরম বিক্ষোভের মুখে মঙ্গলবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে একটি সামরিক বিমানে করে মালদ্বীপ পালিয়ে যান। সেখান থেকে তিনি বৃহস্পতিবার সিঙ্গাপুরে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সে দেশেই অবস্থান করছেন।

এদিকে নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে শ্রীলংকা শাটডাউনের সম্মুখীন হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল ওয়েরাসিংহে। তার দাবি, শিগগিরই স্থিতিশীল সরকার গঠন না হলে গোটা শ্রীলংকা বন্ধ হয়ে যেতে পারে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

Leave A Reply

Your email address will not be published.