Take a fresh look at your lifestyle.

তবে কি মেসি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে!

0

সংবাদকক্ষ :

তবেকি মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন? মেসি প্রিয়দের কাছে এটা রহস্য মনে হলেও ক্লাবটির কর্মকর্তা জাভিয়ের আসেনসি তো মেসিকে পাওয়ার স্বপ্নে বিভোর।

ক্লাবটির প্রধান ব্যবসায় কর্মকর্তা (সিবিও) জাভিয়ের আসেনসি জানালেন, কোনো একদিন তার দলে আর্জেন্টাইন এ অধিনায়ককে ভেড়াতে সক্ষম হবেন তিনি।

এরই মধ্যে ইন্টার মিয়ামি চাইছে তাকে দলে ভেড়াতে। এ নিয়ে আসেনসি বলেন, ‘আমি মেসিকে দলে ভেড়াতে চাই কি না? হ্যাঁ। তবে কিছু সতর্কতা মেনে চলতে হবে আমাদের। আপনি মেসির সঙ্গে অন্য কোনো খেলোয়াড়কে তুলনা করতে পারেন না, তিনি সবার চেয়ে আলাদা।’

সম্প্রতি মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও যোগ করেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের ফুটবলের জন্য রেফারেন্স পয়েন্ট চাই। সেটা করতে হলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে ভেড়াতে হবে, দেখাতে হবে যে, আমরাও করে দেখাতে পারি।’

গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে ভেড়াতে হলে আগে দলের সত্যিকারের একটা লক্ষ্য থাকা উচিত। এখানে মেসিও আসতে পারে, অন্য ক্লাব থেকে কেউও।

মেসির ক্যারিয়ারের আরও বেশ কিছু সময় বাকি, যে কারণে পিএসজিও তাকে দলে বেধে রাখতে চায় ২০২৪ সাল পর্যন্ত। যদিও মেসি এই বিষয়ে এখনো কিছু বলেননি, জানিয়েছেন বিশ্বকাপের পরই সবকিছু নিয়ে ভাবতে চান তিনি।

তবে মেসিকে ভালোভাবেই চেনা আছে আসেনসির। এক সময় বার্সেলোনা বোর্ডের কর্তা ছিলেন তিনি। সেই তিনি মেসিকে দলে ভেড়ানোর বিষয়ে বললেন, ‘সে কী চায়, এর ওপর নির্ভর করে তার আসা, না আসা।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা আমাদের দলে বিশ্বসেরা খেলোয়াড়দের নিয়ে আসতে চাই। আমি মনে করি সে সর্বকালের সেরা। সে কারণে বিষয়টা তার কাছেই।’

পিএসজিতে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত চুক্তি আছে মেসির। তবে এখন সেটা আরও এক বছর বাড়ানোর কথা চলছে। যদিও সেটা এখনো আছে একেবারে প্রাথমিক পর্যায়েই।

Leave A Reply

Your email address will not be published.