Take a fresh look at your lifestyle.

যশােরে কোন এলাকায় কখন লোডশেডিং

0

প্রতিবেদক :

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এলাকাভিত্তিক লোডশেডিং বা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। এরই মধ্যে সারাদেশে শুরু হয়েছে পরীক্ষামূলক এক ঘণ্টা লোডশেডিং। এর পরিপ্রেক্ষিতে দক্ষিণাঞ্চলের ১৩ জেলার লোডশেডিংয়ের শিডিউল প্রকাশ করেছে ওয়েস্টজোন পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। মঙ্গলবার রাতে তাদের ওয়েবসাইটে এ সিডিউল প্রকাশ করা হয়।

ওজোপাডিকো’র তথ্যমতে, রাত ১২টা থেকে ১টা পর্যন্ত কাজীপুর, সারতী স্কুল, মুড়োলী, রামনগর, কচুয়া ও রাজারহাট এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে। রাত ১টা থেকে ২টা পর্যন্ত রেল রোড ও এমকে রোড, বউ বাজার, উপশহর ক্লাব, বি-ব্লক বাজার, উপশহর কলেজ, সারতী টেক্সটাইল মিলস, রাত ২টা থেকে ৩টা তালতলা কবরস্থান, চোপদারপাড়া, সাদেক দারোগার মোড়, আরএন রোড, পূর্ববাড়ান্দিপাড়া, মোল্লাপাড়া, মাঠপাড়া, কালিতলা, লিচুতলা, ২নং কলোনী, রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত আশ্রম মোড়, রেলবাজার, ষষ্ঠিতলা, পোষ্ট অফিস পাড়া, রাত ৪টা থেকে ভোর ৫টা মুজিব সড়ক, রায়পাড়া, খড়কী, বড়বাজার কাটেরপুল, এইচএমএম রোড, মাছ বাজার, কাচা বাজার, নড়াইল কাচাড়ী, উমেষ চন্দ্র লেণ, ক্যান্টনমেন্ট কলেজ, খোয়ারাস্তা, পালবাড়ী মোড়, পোড়া মসজিদ, আরবপুর দিঘীরপাড় এলাকা, ভোর ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত মুজিবসড়ক, মিশনপাড়া, কারবালা রোড, সিভিল কোর্ট মোড় ও স্টেডিয়ামপাড়া, ঝুমঝুমপুর, বিজিবি, বিসিক, ঢাকা রোড, মহিহার, সিটি কলেজপাড়া, ভিসা অফিস, সাহাপাড়া, বালিয়াডাঙ্গা, শশ্মান রোড, পিন্টুর মোড়, ক্লাব মোড়ে লোডশেডিং হবে।

এরপর সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত বেজপাড়া, আরএন রোড, শেখহাটি জামরুলতলা বাজার, কিসমত নোয়াপাড়া, তরফ নোয়াপাড়া, ইটভাটা এলাকা, বিসিক শিল্পনগরী, মান্দারতলা মোড়, মান্নান চেয়ারম্যানের বাড়ী, সীতারামপুর, ঢাকা রোড, পিবিআই অফিস, গাজীরঘাট রোড, পালবাড়ী কাঁচাবাজার, কাঁঠালতলা, ঢাকা রোড বটতলা, সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত শংকরপুর, ইসহাক সড়ক, মেডিকেল, ভাঙ্গাগেট, ছোটনের মোড়, আরবপুর পাওয়ারহাউজ পাড়া, পঞ্চগলি, বিমানবন্দর সড়ক, নিরিবিলি এলাকা, কাজীপাড়া, গরীবশাহ মাজার, ডিসি অফিস, শাহীবাগ, পুলিশ লাইন সড়ক, টালিখোলা, বিবি রোড, কাঁঠালতলা, আমতলাম কাজীপাড়া, সকাল ৮টা থেকে ৯টা বকচর, হুশতলা, পালবাড়ী ভাস্কর্যের মোড়, কবরস্থানপাড়া, নওদাগ্রাম, ডাকাতিয়া, বৈলপুর, কৃষিগবেষনা, রওশন এমপির মোড়, পাগলাদা বিহারী কলোনী, ঘোপ সেন্ট্রাল রোড, সদর হাসপাতাল, পিলু খান রোড, সকাল ৯টা থেকে ১০টা নীলগঞ্জ তাঁতীপাড়া, ঘোপ নওয়াপাড়া রোড, হাউজিং অফিস, সদর হাসপাতাল, জেল রোড, জেল খানা, দড়াটানা ব্রীজ, সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত চাঁচড়া, খোালাডাঙ্গা, চাঁচড়া চেকপোস্ট, বাবলাতলা বাজার, এ-ব্লক, বিরামপুর, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুজলপুর ভেকুটিয়া, মারকাজ মসজিদ এলাকা, খাজুরা বাসট্যান্ড, সেক্টর-৭, নিউটাউন বিসিকে বিদ্যুৎ থাকবে না।

দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাজীপুর, সারতী স্কুল, মুড়োলী, রামনগর, কচুয়া ও রাজারহাট, বউ বাজার, উপশহর ক্লাব, বি-ব্লক বাজার, উপশহর কলেজ, সারতী টেক্সটাইল মিলস, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত রেল রোড ও এমকে রোড, আরএন রোড, পূর্ববাড়ান্দিপাড়া, মোল্লাপাড়া, মাঠপাড়া, কালিতলা, লিচুতলা, ২নং কলোনী, ক্যান্টনমেন্ট কলেজ, খোয়ারাস্তা, পালবাড়ী মোড়, পোড়া মসজিদ, আরবপুর দিঘীরপাড় এলাকা, দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পশ্চিম বাড়ান্দিপাড়া, মোল্লাপাা, অম্বিকাবসু লেইন, নাথপাড়া, এমকে রোড, গাড়িখানা, দড়াটানা মোড়, বিকেল ৩টা থেকে ৪টা তালতলা কবরস্থান, চোপদারপাড়া, সাদেক দারোগার মোড়, বড়বাজার কাটেরপুল, এইচএমএম রোড, মাছ বাজার, কাচা বাজার, নড়াইল কাচাড়ী, উমেষ চন্দ্র লেণ, বিকেল ৪টা থেকে ৫টা ঝুমঝুমপুর, বিজিবি, বিসিক, ঢাকা রোড, মহিহার, সিটি কলেজপাড়া, ভিসা অফিস, সাহাপাড়া, বালিয়াডাঙ্গা, শশ্মান রোড, পিন্টুর মোড়, ক্লাব মোড়, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা মুজিব সড়ক, রায়পাড়া, খড়কী, বিসিক শিল্পনগরী, মান্দারতলা মোড়, মান্নান চেয়ারম্যানের বাড়ী, সীতারামপুরে থাকবে না বিদ্যুৎ।

এছাড়া সন্ধ্যা ৬টা থেকে ৭টা আরবপুর পাওয়ারহাউজ পাড়া, পঞ্চগলি, বিমানবন্দর সড়ক, নিরিবিলি এলাকা, কাজীপাড়া, গরীবশাহ মাজার, ডিসি অফিস, ঢাকা রোড, পিবিআই অফিস, গাজীরঘাট রোড, পালবাড়ী কাঁচাবাজার, কাঁঠালতলা, ঢাকা রোড বটতলা, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা চাঁচড়া, খোালাডাঙ্গা, চাঁচড়া চেকপোস্ট, বেজপাড়া, আরএন রোড, পালবাড়ী ভাস্কর্যের মোড়, কবরস্থানপাড়া, নওদাগ্রাম, ডাকাতিয়া, বৈলপুর, কৃষিগবেষনা, রওশন এমপির মোড়, পাগলাদা বিহারী কলোনী, রাত ৮টা থেকে ৯টা শংকরপুর, ইসহাক সড়ক, মেডিকেল, ভাঙ্গাগেট, ছোটনের মোড়, শাহীবাগ, পুলিশ লাইন সড়ক, টালিখোলা, বিবি রোড, কাঁঠালতলা, আমতলাম কাজীপাড়া, ঘোপ সেন্ট্রাল রোড, সদর হাসপাতাল, পিলু খান রোড, রাত ৯টা থেকে রাত ১০টা বকচর হুশতলা, ঘোপ নওয়াপাড়া রোড, হাউজিং অফিস, সদর হাসপাতাল, বউ বাজার, উপশহর ক্লাব, বি-ব্লক বাজার, উপশহর কলেজ, সারতী টেক্সটাইল মিলস, রাত ১০টা থেকে ১১টা নীলগঞ্জ, তাঁতী পাড়া, বাবলাতলা বাজার, এ-ব্লক, বিরামপুর, রাত ১১টা থেকে ১২টা খড়কী, কারবালা, আরবপুর সড়ক, ঢাকা রোড, পিবিআই অফিস, গাজীরঘাট রোড, পালবাড়ী কাঁচাবাজার, কাঁঠালতলা, ঢাকা রোড বটতলা, জেলরোড, জেলখানা, দড়াটানা ব্রীজ এলাকায় লোডশেডিং চলবে।

Leave A Reply

Your email address will not be published.