Take a fresh look at your lifestyle.

যশোরে নারী মাদক ব্যবসায়ীর কারাদন্ড

0

প্রতিবেদক :
যশোরে ফেনসিডিল রাখার অপরাধে হাসিনা বেগম নামে এক নারীকে ২ বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি হোসেন ওরফে মরাকে খালাস দিয়েছে। আজ রোববার (২৪ জুলাই) যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক আসিফ ইকবার এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত হাসিনা বেগম বেনাপোলের দিঘীরপাড় গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি অ্যাডভোকেট মিজানুর রহমান মিন্টু।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০০৮ সালের ১৪ জুন সকালে কোতয়ালি থানা পুলিশ চাঁচড়া রায়পাড়ার বেনাপোল পুরাতন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এসময় হাসিনা বেগম ও হোসেন ওরফে মরাকে আটক করে পুলিশ। হাসিনার দেহ তল্লাশি করে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যপারে এসআই কামাল হোসেন বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে দুজনকে আসামি থানায় মামলা করেন।

মামলার রায়ে আসামি হাসিনা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ২ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.