Take a fresh look at your lifestyle.

তিন সপ্তাহেও মামলা রেকর্ড হয়নি মনিরামপুর থানায়

আদালতের নির্দেশ অমান্য

0

প্রতিবেদক :
আদালতের নির্দেশের ১৯ দিন পার হলেও মামলা রেকর্ড হয়নি যশোরের মনিরামপুর থানায়। মারামারির ঘটনায় গত ৭ জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনজনের বিরুদ্ধে মামলা করেন মণিরামপুর উপজেলার কপালিয়া গ্রামের ওদুদ খানের স্ত্রী রাহিলা বেগম। বিচারক পলাশ কুমার দালাল অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দেন মণিরামপুর থানার ওসিকে। ১১ দিনেও মামলা রেকর্ড না হওয়ায় ১৯ জুলাই আদালতে আবেদন করেন বাদী। এদিন বিচারক ৭ দিনের মধ্যে কারণ দর্শনোর আদেশ দেন ওসিকে। সেই কারণ দর্শানোর আদেশেরও এক সপ্তাহ পার হয়েছে ২৬ জুলাই। কিন্তু আদালতে জবাব আসেনি। মামলাও রেকর্ড হয়নি।

এ বিষয়ে মনিরামপুর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, বাদীর এফআইআর মামলা হিসেবে রেকর্ড প্রক্রিয়াধীন।

বাদীর অভিযোগ, কপালিয়া নলডাঙ্গা গ্রামের খলিল খানের পরিবারের সাথে ওদুদ খানের পরিবারের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। গত ২৪ জুন খলিল খান ও তার পরিবারের লোকজন ওদুদ খানের বাড়িতে হামলা চালিয়ে মারপিট করে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে থানা কর্তৃপক্ষ তা গ্রহণ না করায় গত ৭ জুলাই তিনজনের বিরুদ্ধে আদালতে আদালতে মামলা করেন। আদালতে বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দেন মণিরামপুর থানার ওসিকে। এ আদেশের ১১ দিন অতিবাহিত হলেও অভিযোগটি মণিরামপুর থানায় এজাহার হিসেবে রুজু না হওয়ায় গত ১৯ জুলাই মামলার বাদী রাহিলা বেগম আদালতে এ ব্যাপারে একটি আবেদন করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল আবেদন গ্রহণ করে, অভিযোগটি থানায় এজাহার হিসেবে কেন রুজু হয়নি সে ব্যাপারে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে আদেশ দেন মণিরামপুর থানার ওসিকে। মঙ্গলবার ৭ দিন অতিবাহিত হলেও আদালতে এ আদেশের কোনো জবাব এসে পৌঁছায়নি।

বাদীর আইনজীবী নওয়াজ মো. শহিদী জানান, আদালতের আদেশের পরও অভিযোগটি মণিরামপুর থানায় এজাহার হিসেবে রুজু হয়নি। এটা আদালতের আদেশের চরম অবমাননা।

Leave A Reply

Your email address will not be published.