Take a fresh look at your lifestyle.

সৌদি আরবে পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, মামলা

0

প্রতিবেদক :
সৌদি আরবে পাঠানোর কথা বলে সোয়া তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) দুই ভাইয়ের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। ভুক্তভোগী রবিউল ইসলাম মামলাটি করেছেন। তিনি সদর উপজেলার বানিয়ালী গ্রামের মৃত জয়নাল বিশ্বাসের ছেলে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে আসামিদের প্রতি সমন ইস্যুর আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আজিজুল মোড়লের ছেলে কালাম মোড়ল ও আব্দুল কাদের মোড়ল।

মামলার বিবরণে জানা গেছে, আসামিরা বিদেশে লোক পাঠিয়ে থাকেন। যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের ইকবাল হোসেনের মাধ্যমে আসামিদের সাথে ভুক্তভোগী রবিউল ইসলামের পরিচয় হয়। আসামিরা এ সময় তাকে গ্যারান্টিসহ সৌদিতে সঠিক ভিসায় পাঠানোর নিশ্চয়তা প্রদান করেন। এজন্য তাদের সাথে তার তিন লাখ ৩০ হাজার টাকা চুক্তি হয়। এরপর চলতি বছরের ১৮ মার্চ থেকে বিভিন্ন সময় রবিউল ইসলাম আসামিদের মোট তিন লাখ ৩০ হাজার টাকা প্রদান করেন। শর্ত ছিল, তারা রবিউল ইসলামকে ছয় মাসের মধ্যে সৌদি আরবে পাঠিয়ে দেবে। কিন্তু নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেলেও তারা তাকে সৌদি আরবে পাঠিয়ে দিতে ব্যর্থ হন। আসামিদের কাছে টাকা ফেরত চাওয়া হয়। কিন্তু তারা টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এ কারণে টাকা আদায়ে বাধ্য হয়ে আদালতে মামলা করেন রবিউল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.