Take a fresh look at your lifestyle.

সুনামগঞ্জের বানভাসীদের পাশে বনিফেস

0

প্রতিবেদক :
সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পড়েছিল সিলেট-সুনামগঞ্জ এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ। অল্প কিছুদিন হচ্ছে বন্যাকবলিত এলাকার পানি নামতে শুরু করেছে। বানভাসীদের জন্য যশোরের ‘বনিফেস যুব কল্যাণ সংস্থা’ বন্যার্তদের সহযোগিতায় হাত বাড়িয়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের জন্য যশোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। সেই সংগৃহীত অর্থ নিয়েই গত ১ আগস্ট (সোমবার) রাত ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে থেকে ‘বনিফেস যুব কল্যাণ সংস্থা’র ৬ সদস্যের একটি টিম সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়।

গত ২ আগস্ট (মঙ্গলবার) দুপুর ৩টার দিকে সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ৪৫ জনের মধ্যে নগদ আড়াই হাজার করে টাকা প্রদান করা হয় এবং ১১টি শিশুকে একশ টাকা করে প্রদান করা হয়।

বনিফেস যুব কল্যাণ সংস্থা’র প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাসুদুজ্জামান, প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল হোসেন বনি, কোষাধ্যক্ষ বায়জিদ হোসেন, সদস্য সদস্য জালালুদ্দিন রেন্টু, সোহেল রানা, শফিউল্লাহ বিশ্বাস ও মইনুল কবির।

Leave A Reply

Your email address will not be published.