Take a fresh look at your lifestyle.

মামলার বাদির কারাদণ্ড

0

মেহেরপুর প্রতিনিধি :
হয়রানিমূলক মামলা দায়ের করা প্রমাণিত হওয়ায় মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত বাদিকে ৭ দিনের কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন। আজ রোববার (৭ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাাজিস্ট্র্রেট এস এম শরিয়তুল্লাহ এ আদেশ দেন। মামলার বাদি হিফাজ উদ্দীন ও আসামী আমীর হোসেন, খোকন আলী ও রোকন উদ্দীন সকলেই মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের।

আদালতের বেঞ্চ সহকারি মোছা. শেফালী খাতুন জানান, মামলার বাদি হিফাজ উদ্দীন আসামীদের বিরুদ্ধে মারধর, প্রাণনাশের অভিযোগ এনে ফৌজদারি মামলা দায়ের করেন। মামলার বাদির সাক্ষিরা হুমকির পক্ষে কোনো সাক্ষ্য প্রদান করেননি। মামলার বাদি আদালতের কাছে স্বীকার করেন দুই ও তিন নম্বর আসামী ঘটনাস্থলে ছিলেন না। ফলে আসামীদের পক্ষে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিমত ব্যক্ত করে বিচারক মামলার রায় প্রদান করে আসামীকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

Leave A Reply

Your email address will not be published.