Take a fresh look at your lifestyle.

ঝিকরগাছার ডিমের বাজারেও অনিয়ম

মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান’স স্যাম্পলের উপস্থিতি

0

প্রতিবেদক :
যশোরের ঝিকরগাছার ডিমের বাজারেও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। ডিমের সাথে বাদামেও ছত্রাকের উপস্থিতি মিলেছে। ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আর বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান’স স্যাম্পলের বিক্রি ও সংরক্ষণ চলছে দেদারসে। এসব অনিয়মে আজ শুক্রবার (১৯ আগস্ট) ৬টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর মধ্যে ‘বিসমিল্লাহ ডিম ঘরে’ ডিমের ক্রয় রশিদ ও মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা দিয়েছে ৫শ’ টাকা।

‘মুনিয়া এন্টারপ্রাইজ’ ডিমের মূল্য তালিকা প্রদর্শন না করে সমপরিমান অর্থাৎ ৫শ’ টাকা জরিমানা দিয়েছে।

একই অপরাধ অর্থাৎ ডিমের মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘লাকী এন্টারপ্রাইজের’ জরিমানা এক হাজার টাকা।

‘আমিন স্টোরে’ দেখা যায় ছত্রাকযুক্ত বাদাম বিক্রি করতে। দোকানটিতে মূল্য তালিকাও প্রদর্শন করা হয় না। এজন্য জরিমানা এক হাজার টাকা।

‘নিউ মা মেডিকেল হল’ মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ করায় জরিমানা গুণেছে ৫ হাজার টাকা।

‘বাবু মেডিসিন কর্ণারে’ বিপুল পরিমাণে বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান’স স্যাম্পল বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে জরিমানা করা হয় ৩ হাজার টাকা।

তদারকিকালে প্রতিটি ডিম ও মুরগির পাইকারি ও খুচরা দোকানে মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব।

Leave A Reply

Your email address will not be published.