Take a fresh look at your lifestyle.

পদ্মরাজ্যে

0

শেখ সাদিয়া মনোয়ারা ঊষা :
ছোট্ট একটা ডিঙ্গি নৌকো … শান্ত ঢেউহীন পরিষ্কার পানির বুক চিরে অতি সন্তর্পণে এগিয়ে চলছে … অগভীর জল … তাতে মাথা তুলে আছে সবুজ আউশ ধানের ছড়া … ফাঁকে ফাঁকে ঢুকে পড়েছে অস্তগামী রবির হলুদাভ লাল আবীর রঙের ছটা … নীলাকাশ। এসব লাল হলুদের জায়গা ছেড়ে দিয়ে নিজেকে সমর্পণ করেছে জলের নিস্তরঙ্গতায় …

মন খুব খারাপ … এবার বর্ষা দেরিতে হওয়ায় বিলের সৌন্দর্য রাণী আসতে দেরি করছে … তবুও আশা এসেই যখন পড়েছি খালি হাতে ফিরবো না কিছুতেই …

তেরখাদার মাইন্দার বিল ছাড়িয়ে গুইথের বিলের দিকে চলছি … কোথায় সৌন্দর্য রাণী … পথে কালো কালো হাঁসের দল, বাড়ি ফিরছে বোধহয় … একটা নাম না জানা পাখি, ধরি শ্যামা অকারণে উড়ে গেল …আমি পক্ষীবিদ নই। কিন্তু মনে হলো একটু সতর্ক করতে চাচ্ছে … আকাশে ও মিলিয়ে যেতেই পানিতে চোখ নামালাম … কচুরিপানা, হোগলা পাতার নিচে স্বচ্ছ পানির ভেতর শ্যাওলা … পদ্মপাতার ডাঁটা পরিষ্কার বোঝা যাচ্ছে … আরে এটা কি … হলুদ সোনালী রঙের কি একটা ডিঙিতে আমার পায়ের প্রায় পাশ দিয়ে অপূর্ব সুন্দর ভঙ্গিতে নাচতে নাচতে যাচ্ছে … বিস্ময় কাটল ও চোখের আড়াল হতে … সাপ … ধোড়া না কেউটে?

সাপে কাটা রোগীগুলোর চেহারা ভেসে উঠল …
পদ্মবিলে পদ্মগোখরো নাকি!!
শ্যামা কি তবে এটাই …

সৌন্দর্য রাণী পদ্ম!! সহস্র পদ্ম ফুলের সমারোহ … গাঢ় সবুজ বিলে সাদা গোলাপি পদ্ম ফুলের পাঁপড়িগুলো মন ভরে দিল …

কিছুক্ষণ পর এলো সেই আকাক্সিক্ষত দৃশ্য! সৌন্দর্য রাণী পদ্ম!! সহস্র পদ্ম ফুলের সমারোহ … গাঢ় সবুজ বিলে সাদা গোলাপি পদ্ম ফুলের পাঁপড়িগুলো মন ভরে দিল … আছে পদ্মডালিমও (পদ্মফল)। পদ্মপাতায় পানি এক অসাধারণ দৃশ্য। একটাই ফুল নিলাম, তাও ছবি তোলার খাতিরে … আশেপাশে অনেকে অনেক পদ্ম ছিড়ছে … এমন মায়াবী পরিবেশে খুবই হতাশাজনক দৃশ্য!

অবাক করা সমুদ্র, নীল একটা ঘাসফড়িং দেখলাম! নিরীহ দেখতে হলুদ ব্যাঙ তার পাশেই ওতপেতে আছে … মনে হলো আমি একটা মানুষ, এই অচেনা সন্ধ্যায় কোনো এক অজানা পদ্মরাজ্যে ঢুকে পড়েছি …

যতটা পেরেছি মোবাইলের ক্যামেরায় বন্দী করেছি … তবে চোখের ক্যামেরায় আছে তারও অনেক বেশি …

চোখ ভরে দেখতে পারবে কিন্তু এখানকার আসল সৌন্দর্য কেউ সাথে নিয়ে যেতে পারবে না …

সূর্য ডোবার পর থাকবার সাহস হলোনা … মনে হলো এখানে কোনো অদৃশ্য প্রহরী আছে … চোখ ভরে দেখতে পারবে কিন্তু এখানকার আসল সৌন্দর্য কেউ সাথে নিয়ে যেতে পারবে না …

পদ্ম আনিনি সত্যি! আনতে চাইও নি।
কিন্তু খালি হাতে এসেছি কি? … একটুও না …

লেখক : চিকিৎসক ও সংস্কৃতিসেবী

 

Leave A Reply

Your email address will not be published.