Take a fresh look at your lifestyle.

মেহেরপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সেমিনার

0

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরে জিটুপি (গভর্নমেন্ট টু পার্সন) পদ্ধতিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৯ আগস্ট) সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. আব্দুর রহমান। জেলা সমাজসেবা রেজিস্ট্রেশন অফিসার কাজি মো. আবুল মনসুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. আনিসুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফা খাতুন লতা, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মো. শাহজামান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা।

সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত সেমিনারে জনপ্রতিনিধি ও সুশিলসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.