Take a fresh look at your lifestyle.

যশোর জেলা পরিষদের নির্বাচনের তফশিল ঘোষণা

মনোনয়নপত্র ১৫ সেপ্টেম্বর, বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর, ভোট গ্রহণ ১৭ অক্টোবর

0

প্রতিবেদক :
যশোর জেলা পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সদস্য পদে ভোট গ্রহণের তফশিল ঘোষণা করেছে নির্বাচন। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) যশোর জেলা প্রশাসক ও এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তমিজুল ইসলাম খান এই তফশিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ইভিএমে।

এদিকে, জেলা পরিষদ নির্বাচনে ঘোষিত তফশিল অনুযায়ী নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। খসড়া ভোটার তালিকা অনুযায়ী এক হাজার ৩১৯ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রথমবারের মতো ইভিএমে ভোট প্রদানের মধ্যে দিয়ে একজন জেলা পরিষদ চেয়ারম্যান ও ৮ জন সাধারণ সদস্য এবং তিনজন সংরক্ষিত নারী সদস্য নির্বাচন করবেন।

 

Leave A Reply

Your email address will not be published.