Take a fresh look at your lifestyle.

যশোরে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে ওপেন হাউজ ডে

0

প্রতিবেদক :
যশোরে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে যশোরের ঝিকরগাছা থানার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাধারণ জনগণ ও পুলিশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সুপার এসময় সাধারণ জনগণকে জিজ্ঞাসা করেন, সাধারণ জনগণ পুলিশ কর্তৃক কোনোরকম হয়রানির শিকার হচ্ছে কিনা, আইনশৃঙ্খলার বিষয়ে কারও কোনো অভিযোগ আছে কিনা, মাদক, চাঁদাবাজদের উৎপাত আছে কিনা জানতে চাই। এসকল অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আদেশ প্রদান করেন পুলিশ সুপার।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হক, পৌর মেয়র মোস্তাফা আনোয়ার পাশা জামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাভারণ সার্কেল এসপি জুয়েল ইমরান। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সুশিলসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.