Take a fresh look at your lifestyle.

যশোরে চিকিৎসকদের সাথে অতিরিক্ত সচিবের মতবিনিময়

0

প্রতিবেদক :
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাজমুল হোসেন খান আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সভাকক্ষে চিকিৎসকদের মতবিনিময় সভা করেছেন।

সভায় অতিরিক্ত সচিব হাসপাতালের সমস্যার কথা জানতে চান। এ সময় চিকিৎসকরা তাকে জানান, দীর্ঘ ১২ বছরেও যশোর মেডিকেল কলেজের নিজস্ব হাসপাতাল হচ্ছে না। অস্থায়ীভাবে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে ব্যবহার করতে হচ্ছে। এখানে প্রয়োজনীয় জায়গা নেই। এতে শিক্ষার্থীরা ভালোভাবে দক্ষ শিক্ষার্থী হয়ে গড়ে উঠছে না। হাসপাতালের চিকিৎসার উপকরণ অনেক মেশিন চলছে না। খারাপ হয়ে পড়ে রয়েছে, যা ব্যবহার করা হচ্ছে না। কর্মকর্তা-কর্মচারী সংকটের কারণে চিকিৎসা সেবা দেয়াও কষ্টকর হচ্ছে।

জবাবে অতিরিক্ত সচিব মো. নাজমুল হাসান বলেন, স্বাস্থ্যখাতে বাজেটে বেশি বরাদ্দ দেয়া হচ্ছে। অথচ বরাদ্দের শত শত কোটি টাকা প্রতিবছর ফেরত যাচ্ছে। আবার সরকারি হাসপাতালে চিকিৎসা না পাওয়া নিয়েও সাধারণ মানুষের মধ্যে নানা অভিযোগ উঠছে। তিনি বলেন, এ অবস্থায় এ বিষয়ে সকলকে ভাবতে হবে আসল সমস্যাটা কোথায়। এ ব্যাপারে কারও কোনো গাফিলতি সহ্য করা হবে হবেনা। জনগণের সেবায় সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে সভায় যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. এন কে আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিকসহ সিনিয়র চিকিৎসক, সেবিকা, কর্মচারীরা অংশ নেন।

অতিরিক্ত সচিব মো. নাজমুল হোসেন খান হাসপাতালের প্যাথলজি, আল্ট্রাসনো, এক্সরে ও মডেল ওয়ার্ড পরিদর্শন করেন।

পরে অতিরিক্ত সচিব ঝিকরগাছা ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

Leave A Reply

Your email address will not be published.