Take a fresh look at your lifestyle.

ভরণ-পোষণ দাবিতে বৃদ্ধ পিতার দুই ছেলের বিরুদ্ধে মামলা

যাবতীয় সম্পদ নিজেদের নামে লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে বাড়ি থেকে বের করে দিয়েছে

0

প্রতিবেদক :
ঝিকরগাছার বেনেয়ালী গ্রামের বৃদ্ধ আব্দুল হককে ভরণ-পোষণ না দেয়ায় দুই ছেলের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) তিনি নিজে বাদী হয়ে এ মামলাটি করেছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরমান হোসেন অভিযোগ আমলে নিয়ে আসামিদের প্রতি গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। আসামিরা হলো : বৃদ্ধ আব্দুল হকের দুই ছেলে আসাদুজ্জামান আসাদ ও আবুল কালাম আজাদ।

মামলার অভিযোগে জানা গেছে, বৃদ্ধ আব্দুল হাকের দুই ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে। আবুল কালাম আজাদ কৃষিকাজ ও আসাদ চাকরি করে। আসাদকে এমএ পাশ করানোর পর ব্যবসা করার জন্য তিনি সাড়ে ৫ লাখ টাকা দিয়েছেন। বেনেয়ালী বাজারে বাড়িসহ ২৬ শতক জমি তার দুই ছেলে লিখে নিয়েছে। আবুল কালাম বাড়িতে থাকে এবং আসাদ চাকরির সুবাদের সাতক্ষীরায় থাকে। কালাম থাকার জায়গা না দিলেও এতদিন আরেক ছেলে আসাদের ভাগের একটি রুমে তিনি বসবাস করতেন। গত ২ সেপ্টেম্বর আসাদ সাতক্ষীরা থেকে বাড়ি এসে বাবার ঘরে তালা লাগিয়ে দেয় এবং একপর্যায়ে বাড়ি থেকে বের করে দেয়। এরপর থেকে তার দুই ছেলে পিতার ভরণ-পোষণ ও ওষুধপত্র কোনোকিছু দেয় না, খোঁজও নেয় না যাবতীয় সম্পদ তারা নিজেদের নামে লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বর্তমানে তিনি বাজারের লোকজনের সহযোগিতায় কোনোরকম জীবনযাপন করছেন। ছেলেদের সাথে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি ভরণ-পোষণের দাবিতে আদালতে এ মামলা করেছেন।

 

Leave A Reply

Your email address will not be published.