Take a fresh look at your lifestyle.

বিপিএলের ৭ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত, নাম জানালো বিসিবি

0

ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৭ ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত তালিকায় পুরনো ফ্র্যাঞ্চাইজিদের বেশ কয়েকটি নেই। আগামী তিন আসরের জন্য মালিকানা স্বত্ব পেয়েছে ৭ প্রতিষ্ঠান।

নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ৯ প্রতিষ্ঠান এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট (ইওআই) জমা দেয়। সেখান থেকে বিসিবি ৭ প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে।

নতুন মালিকানা প্রতিষ্ঠান আছে একটি। পুরনো দুই প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপ ও জেমকন গ্রুপ দল কেনার আগ্রহ দেখায়নি। নতুন এসেছে ফিউচার স্পোর্টস। এছাড়া প্রগতি গতবার সিলেটের মালিকানায় থাকলেও এবার তারা পেয়েছে ঢাকার মালিকানা। অন্যদিকে সাকিব আল হাসানের মোনার্ক মার্ট আগ্রহ দেখালেও তারা বাদ পড়ে গেছে।

৭ প্রতিষ্ঠানের মধ্যে বরিশালের মালিকানা ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেডের, খুলনার মালিকানা মাইন্ডট্রি লিমিটেডের, ঢাকার মালিকানা প্রগতি অটো রাইস মিল লিমিটেডের, সিলেটের মালিকানা ফিউচার স্পোর্টস লিমিটেডের, রংপুরের মালিকানা টগি স্পোর্টস লিমিটেডের (বসুন্ধরা গ্রুপ), চট্টগ্রামের মালিকানা ডেল্টা স্পোর্টস লিমিটেডে ও কুমিল্লার মালিকানা কুমিল্লা লেজেন্ডস লিমিটেডের হাতে।

২০২৩ সালে বিপিএলের নবম আসর শুরু হওয়ার কথা ৫ জানুয়ারি। দশম আসর অনুষ্ঠিত হবে ২০২৪ সালে ৬ জানুয়ারি। আর ২০২৫ সালের ১ জানুয়ারি শুরু হবে ১১তম আসর।

Leave A Reply

Your email address will not be published.