Take a fresh look at your lifestyle.

যশোর জেলা পরিষদ নির্বাচনে লড়াই হবে চেয়ারম্যান পদে, প্রত্যাহার করলেন ৪ সদস্য প্রার্থী

0

প্রতিবেদক : যশোর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে চেয়ারম্যান পদে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় দুইজন প্রার্থী লড়বেন ওই পদে। রোববার সকাল ৮ থেকে বিকেল ৩টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। চেয়ারম্যান পদে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিকুল ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) প্রার্থী মারুফ হাসান কাজল প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর আগে, যাচাই-বাছাইকালে দুই চেয়ারম্যানসহ ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলে আজ সোমবার উৎসব মূখর পরিবেশে ৪৮ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়ার পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারনা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে যশোর সদর , বাঘারপাড়া ও কেশবপুর উপজেলার ৪ সদস্য তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে সদরের সুলতান মাহমুদ বিপুল, বাঘারপাড়ার এনায়েত হোসেন লিটন, কেশবপুরে আলতাপ হোসেন ও আফতাব উদ্দিন গাজি। এর আগে নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিকুল ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) প্রার্থী মারুফ হাসান কাজলসহ ৫৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। পরবর্তীতে যাচাই-বাছাইকালে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রার্থী চূড়ান্ত হওযায় আজ সোমবার প্রতীক বরাদ্দ দেয়ার পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। ভোটার তালিকা অনুযায়ী এক হাজার ৩১৯ জনপ্রতিনিধি জেলা পরিষদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ এক হাজার সাতজন ও নারী ভোটার ৩১২ জন। আগামী ১৭ অক্টোবর যশোর জেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ব্যবহার করা হবে ইভিএম।

Leave A Reply

Your email address will not be published.