Take a fresh look at your lifestyle.

চৌগাছায় শারদীয় দুর্গাপূজার কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০শিক্ষার্থী

0

সংবাদ বিজ্ঞপ্তি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর কমিউনিটি ডেভেলপমেন্ট ফোরাম (বিসিডিএফ) উদ্যোগে সুখপুকুরিয়া ইউনিয়নের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী ১০জনের নাম ঘোষণা করা হয়েছে।
পুরস্কার বিজয়ীরা হলো, প্রথম স্থানে মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রাজীব ব্যানার্জী, দ্বিতীয় স্থানে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী পুষ্পিতা রায় পূজা, তৃতীয় স্থানে বর্ণি-রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সমাপ্তি নায়েক, চতুর্থ স্থানে শাহাপুর-নগরবর্ণি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বিথী দাস, পঞ্চম স্থানে মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শুভজিত রায়, ষষ্ঠ স্থানে বর্ণি-রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আদ্রিতা নায়েক, সপ্তম স্থানে সুখপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র চয়ন কুমার দাস, অষ্টম স্থানে শাহাপুর-নগরবর্ণি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাধন সাঁতরা, নবম স্থানে সুখপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রিয়া রানী ও দশম স্থানে মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী জয়া রানী কর্মকার।
কুইজ প্রতিযোগিতা আয়োজন উপকমিটির সদস্য সচিব গোপাল রায় জানান, আগামি ৫ অক্টোবরের মধ্যেই পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণের তারিখ ও সময় বিজয়ীদের মোবাইল ফোনে জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সেপ্টেম্ববর মাসের প্রথম সপ্তাহে চৌগাছা উপজেলার বল্লভপুর কমিউনিটি ডেভেলপমেন্ট ফোরাম (বিসিডিএফ) উদ্যোগে সুখপুকুরিয়া ইউনিয়নের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ১০টি প্রশ্নমালার উন্মুক্ত কুইজ বিতরণ করা হয়। শিক্ষার্থীরা উত্তর লিখে ২৫ সেপ্টেম্বরের মধ্যে কুইজ জমা দেয়। উত্তরপত্র মূল্যায়ণ শেষে বৃহস্পতিবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.