Take a fresh look at your lifestyle.

যশোরে রায় বাহাদুর যদুনাথ মজুমদার স্মরণ উৎসবের আয়োজন

0

প্রতিবেদক :
যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির প্রাণপুরুষ রায়বাহাদুর যদুনাথ মজুমদারের ১৬৩তম জন্ম ও ৯০তম মৃত্যুদিবস উপলক্ষে স্মরণ উৎসবের আয়োজন করেছে যশোর ইনস্টিটিউট। রোববার (২৩ অক্টোবর) থেকে সাত দিনব্যাপী এ স্মরণ উৎসব শুরু হবে।

আজ শনিবার (২২ অক্টোবর) সকালে যশোর ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের নেতৃবৃন্দ এই তথ্য জানান। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইনস্টিটিউটের যুগ্ম সাধারণ সম্পাদক রওশনারা রাসু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিয়াজ মোরশেদ, আজাহার হোসেন স্বপন, মুস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।
উৎসবে থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ লাঠিখেলা, মোরগ লড়াই, কবিতা পাঠ ও আবৃত্তি এবং সংবর্ধনা। আগামী ৩০ অক্টোবর এই স্মরণ উৎসবের সমাপ্তি ঘটবে।

আয়োজকরা জানান, উৎসবের সকল প্রস্তুতি ইতিমধ্যে তারা সম্পন্ন করেছেন। উৎসবের উদ্বোধন করবেন রায়বাহাদুর যদুনাথ মজুমদার পরিবারের কনিষ্ঠতম সদস্য কবি ও সাহিত্যিক ডা. গৌরব দীপ ভট্টাচার্য।

Leave A Reply

Your email address will not be published.