Take a fresh look at your lifestyle.

যশোরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন দাবি

0

প্রতিবেদক :
২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে যশোরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ শহরের ভৈরব চত্বরে গণঅনশন কর্মসূচি পালন করেছে। গণঅনশন কর্মসূচি থেকে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন, দেবতার সম্পত্তি সংরক্ষণ আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানানো হয়।

গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপ্না বিশ্বাস।

একত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস ও সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, জেলা শিল্পকলা একডেমির সম্পাদক মাহমুদ হাসান বুলু, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.