Take a fresh look at your lifestyle.

বেনাপোল সীমান্তে ১০ টি স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক

0

প্রতিবেদক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে বন্দর থানার কাস্টমস-বিজিবি গেটের সামনে থেকে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক রে: কর্ণেল সৈয়দ মিনহাজ ছিদ্দিকী। আটকরা হলেন, চুয়াডাঙ্গার পীরপুরকুল্লা উপজেলার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের দুই ছেলে হিরন মিয়া (২৫) ও মিলন হোসেন (২৮)।

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক রে: কর্ণেল সৈয়দ মিনহাজ ছিদ্দিকী জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারতে স্বর্নের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট কাস্টমস-বিজিবি চেকপোস্টের সামনে থেকে সন্দেহ ভাজন দুই সহদোরকে ধরা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে ১০টি স্বর্ণবার পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.