Take a fresh look at your lifestyle.

যশোরে উদীচীর নবান্ন উৎসব

0

প্রতিবেদক :
প্রথম ফসল গেছে ঘরে/ হেমন্তের মাঠে মাঠে ঝরে শুধু/ শিশিরের জল / অঘ্রাণের নদীটির শ্বাসে হিম হয়ে আসে… জীবনানন্দ দাশের প্রকৃতি প্রেমের এমন কবিতার ছন্দে যশোর টাউন হল মাঠে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের আয়োজনে আজ শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় হেমন্তের গান ও কবিতার ছন্দে নৃত্যে এই উৎসব করা হয়।

‘এই হেমন্তে কাটা হবে ধান/ আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান…’ এই শ্লোগানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয় রে মোরা ফসল কাটি… রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানে সমবেত কণ্ঠে সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর গণসংগীত, ছোটদের সমবেত নৃত্য, একক গান ও কবিতায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। মাঠ ভরা দর্শন গোটা অনুষ্ঠান উপভোগ করেন। পরে দর্শকদের মধ্যে নতুন চালের গুড়ের পায়েশ পরিবেশন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.