Take a fresh look at your lifestyle.

প্রধানমন্ত্রীর কাছে অভয়নগরবাসীর তিন দাবি

0

অভয়নগর প্রতিনিধি :
যশোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক জনসভায় প্রধানমন্ত্রীর কাছে অভয়নগরবাসীর জন্য উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনসহ তিনটি দাবি উপস্থাপনের অনুরোধ করা হয়েছে।

ধন্যবাদ জ্ঞাপন ও দাবিসমূহ উল্লেখ করে একটি স্মারকলিপি আজ বুধবার (২৩ নভেম্বর) বিকালে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের কাছে হস্তান্তর করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল এবং সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান।

ধন্যবাদপত্রে বলা হয় অভয়নগরের ভৈরব নদীর উপর সেতু নির্মাণ করায় এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি ও আর্থিক এবং সামজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। এছাড়া উন্নয়নের মহাসড়কে যশোরকে সংযুক্ত করতে প্রস্তাবিত ইপিজেড নির্মাণে অভয়নগরকে বেছে নেওয়ায় অভয়নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

স্মারকলিপিতে ভবদহের জলাবদ্ধতা নিরসনে টিআরএম বাস্তবায়ন, এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার প্রাণ যশোর-খুলনা মহাসড়ক ছয় লেনে উন্নীত এবং নওয়াপাড়া পৌর এলাকায় আধুনিক সুবিধা সম্বলিত ‘শেখ রাসেল শিশু পার্ক’ নির্মাণের দাবি করা হয়েছে।

 

 

Leave A Reply

Your email address will not be published.